চট্টগ্রামের আনোয়ারা রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (সিইউএফএল) কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার কারখানার ইন্সুলেশনের পাইপ লাইনে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে কারখানার নিজস্ব দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় কারখানাটি।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় সিইউএফএলের ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন তিন ঘণ্টা বন্ধ ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, সোমবার বেলা ১টার দিকে কারখানার ইন্সুলেশনের পাইপ লাইনে আগুন ধরলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণে কারখানার উৎপাদন ৩ ঘণ্টা বন্ধ থাকলেও পরে উৎপাদন কার্যক্রম শুরু হয়। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।