হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

মধ্যরাতে নবীনগর পৌর আ.লীগের নেতার বাড়িতে অগ্নিসংযোগ

 নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আওয়ামী লীগের নেতার বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পশ্চিমপাড়া আলমনগর সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

বাড়িটির মালিক নবীনগর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আলম শিবু। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ির দ্বিতীয় তলায় আমি পরিবার নিয়ে থাকি। নিচতলা ও তৃতীয় তলায় ভাড়াটিয়া থাকে। রাত ঠিক ১টার দিকে আগুন আগুন চিৎকার শুনে আমাদের ঘুম ভেঙে যায়। পরে দেখি গেটে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় সবার চিৎকারে আশপাশের মানুষজন এসে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলে। অগ্নিকাণ্ডে বাড়ির গেটসহ নিচতলায় থাকা ছয়টি বৈদ্যুতিক মিটারের পুড়ে যায়।’ 

আওয়ামী লীগের নেতা কাউছার আলম শিবু বলেন, ‘গত কয়েক মাস ধরে এলাকার সন্ত্রাসী ও চাঁদাবাজের বিরুদ্ধে আমি বিভিন্ন সময় প্রকাশ্যে প্রতিবাদ করেছি। এ জন্য সেই সন্ত্রাসীর নির্দেশেই আমাকে হত্যাসহ বাড়িটি পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। কেউ যে ওই দুর্বৃত্তকে আগুন দিতে পাঠিয়েছে, সেটি আগুন দেওয়ার পর মোবাইলে ছবি তোলার দৃশ্য দেখেই পরিষ্কার বোঝা গেছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।’ 

তবে তিনি অভিযুক্তের নাম জানাননি। তিনি বলেন, ‘পুলিশের কাছেই অভিযুক্তের নাম বলব।’ 

স্থানীয়রা জানান, ‘সিসিটিভির ফুটেজে বোঝা গেছে পেট্রল দিয়ে আগুন দেওয়া হয়েছে। ঘটনাটি পরিকল্পিত। হয়তো কারও নির্দেশে ওই যুবক ভবনে আগুন দিয়েছে।’ 

এদিকে আজ বুধবার নবীনগর পৌরসভার মেয়র শিব শংকর দাসও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন। 

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক তদন্তে বোঝা গেছে, বাড়িটিতে পেট্রল দিয়ে আগুন দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ