কুমিল্লা প্রতিনিধি
স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়নমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘ইমামতির বাইরেও ইমামেরা ইসলামি বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেন। কোরআনে আমাদের জীবনবিধানের সব বিষয় স্পষ্টভাবে রয়েছে। কোরআনের ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা থেকে আমাদের সাবধান হতে হবে।’ ইমামগণ ইসলামের ভুল ব্যাখ্যা রোধে বড় ভূমিকা পালন করতে পারেন বলে তিনি উল্লেখ করেন।
আজ শুক্রবার বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জে স্মার্ট বাংলাদেশে গড়ার প্রত্যয়-করণীয় শীর্ষক ইমাম সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, ‘ইসলাম কোনো মানবতাবিরোধী কাজে সমর্থন করে না। ইসলামে জঙ্গিবাদের স্থান নেই। কোনো সুস্থ মানুষ জঙ্গিবাদের পক্ষে থাকতে পারে না। যারা ইসলামকে ভালোবাসে, তারা কখনো জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না।’
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়নমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। তিনি মদ, জুয়া নিষিদ্ধ করেছেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. ওবায়দুল হক তারেক এবং ইমাম প্রতিনিধি মাওলানা মোতাহার হোসেন।