Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে সেই বিতর্কিত নারী কর্মকর্তার বদলি, স্বস্তি ব্যবসায়ীদের

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

কর্ণফুলীতে সেই বিতর্কিত নারী কর্মকর্তার বদলি, স্বস্তি ব্যবসায়ীদের
মনোয়ারা বেগম। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিতর্কিত স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মনোয়ারা বেগমের বদলি করা হয়েছে। এই খবরে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। দীর্ঘ পাঁচ বছর ধরে তিনি উপজেলায় দায়িত্বে ছিলেন। এ সময় তাঁর বিরুদ্ধে ব্যবসায়ীদের থেকে চাঁদাবাজি, হয়রানিসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে।

আজ রোববার চট্টগ্রাম সিভিল সার্জন জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে মনোয়ারা বেগমের বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।

মনোয়ারা বেগমের স্থলাভিষিক্ত হিসেবে কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট (স্যানিটারি) হিসেবে মাজেদা বেগম দায়িত্ব গ্রহণ করবেন। মাজেদা বেগম আগে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।

মনোয়ারা বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কর্ণফুলীর ব্যবসাপ্রতিষ্ঠানগুলো থেকে চাঁদাবাজি, স্বাস্থ্য সনদ দেওয়ার নামে অর্থ আদায় এবং ভয়ভীতি দেখিয়ে হয়রানি করার অভিযোগ ওঠে। এ ছাড়া, তিনি উপজেলার বিভিন্ন রেস্তোরাঁ ও খাদ্যপণ্যের দোকানমালিকদের নিয়ে তৈরি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অভিযানের আগাম তথ্য সরবরাহ করতেন। সেই গ্রুপে অন্তর্ভুক্ত ২৪টি খাদ্য কারখানা এবং তিন শতাধিক দোকান থেকে মাসিক চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ীরা জানান, প্রায় সময়ে দোকানে এসে অভিযানে ভয় দেখাতেন তিনি। তাঁর কথামতো না হলে, অভিযানও হতো; আর অভিযানেও অন্যদের সঙ্গেও থাকতেন তিনি। দীর্ঘ পাঁচ বছর একই উপজেলায় থাকার কারণে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। তার বদলির খবরে পুরো কর্ণফুলী উপজেলার পাঁচ ইউনিয়নের ব্যবসায়ীদের মাঝে এখন স্বস্তি বিরাজ করছে।

বদলি হওয়া মনোয়ারা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ব্যস্ত আছেন জানিয়ে ফোন কেটে দেন।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রেমের বিয়েতে বাধা যৌতুকলোভী বাবা, স্কুলছাত্রের আত্মহত্যা

আশুগঞ্জ সার কারখানায় ফের বন্ধ ইউরিয়া উৎপাদন

লক্ষ্মীপুরে তারাবি পড়া অবস্থায় স্কুলশিক্ষকের মৃত্যু

সীতাকুণ্ডে জেলেপাড়ায় আগুন, ২০ লাখ টাকার জালসহ পুড়ল ৮ দোকান

বাঁশখালীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২২ ঘণ্টা পর লাশ হস্তান্তর

ব্যানার-প্ল্যাকার্ডে হান্নান মাসউদের ছবি নিয়ে হাতিয়ায় আনন্দ মিছিল, অগ্রভাগে বাবা

ব্রাহ্মণবাড়িয়ার যুব মহিলা লীগ নেত্রী সেতু গ্রেপ্তার

ছাত্রদলের ৯ সদস্যের কমিটিতে ৭ জনই নারী

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ভিডিপি সদস্য আহত