লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের সাহাপুর এলাকায় অটোরিকশার ধাক্কায় বাবুল হোসেন (৫৯) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল হোসেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মৃত সাজ্জাদ মিয়ার ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের সাহাপুর এলাকায় বাবুল হোসেন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় রামগঞ্জ থেকে ছেড়ে আসা দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় বাবুল হোসেন গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার হলে কর্তব্যরত চিকিৎসক বাবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পরই অটোরিকশার চালক পালিয়ে যান। তাই তাঁকে আটক করা যায়নি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।