কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বজ্রপাতে এন নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার রামচদ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত নারীর নাম আমেনা বেগম মুহুনী (৫২)। তিনি ওই গ্রামের গ্রামের লাহু মিয়ার স্ত্রী।
মৃত নারীর পরিবার জানায়, বুধবার সকালে কাজের জন্য ঘর থেকে বের হয়ে আমেনা বেগম উঠানে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাশ চন্দ্র ধর আজকের পত্রিকাকে জানান, সকালে রামচদ্রপুরে বজ্রপাতে আমেনা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।