হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রকে ‘প্রকল্প বিলাস’ বললেন জ্বালানি উপদেষ্টা

কক্সবাজার প্রতিনিধি

সাবেক সরকারের আমলের অগ্রাধিকার প্রকল্প কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ীর ১২০০ মেগাওয়াটের তাপ বিদ্যুৎকেন্দ্রকে ‘প্রকল্প বিলাস’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 

আজ শনিবার সন্ধ্যায় কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউসে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। 

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘মূল প্রকল্পের ধারণা অনুসারে গভীর সমুদ্র বন্দর, শিল্প–কারখানা, রেল ও সড়ক সংযোগ না করেই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের বিলাসী প্রকল্প থেকে সরকার সরে আসবে। ছোট প্রকল্পে মনোযোগী হবে সরকার। যাতে তা মানুষের কাজে আসে।’ 

এ তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য এক মাসের কয়লা মজুত আছে জানিয়ে তিনি বলেন, ‘খুব শিগগিরই এ সংকটের সমাধান হবে।’ 

এ সময় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নুরুল আলম, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিক প্রমুখ উপস্থিত ছিলেন। 

এর আগে সকালে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ঢাকা থেকে বিমান যোগে কক্সবাজার পৌঁছান। এরপর তিনি নৌপথে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে যান। বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন