হোম > সারা দেশ > বান্দরবান

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ৭ হাজার ইয়াবা জব্দ 

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি আশারতলী সীমান্ত থেকে সাত হাজার ৬০০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে গোয়েন্দার তথ্যের ভিত্তিতে পুলিশ এই অভিযান পরিচালনা করে। জব্দ করা ইয়াবার আনুমানিক দাম ২২ লাখ ৮০ হাজার টাকা। 

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মাদক উদ্ধার ও সন্ত্রাস দমনসহ যে কোনো অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে সাত হাজার ৬০০টি ইয়াবা জব্দ করা হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। 

জানা যায়, নাইক্ষ্যংছড়ি থানা-পুলিশের একটি বিশেষ দলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার হতে আশারতলী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। 

খবর পেয়ে শনিবারে রাতে পুলিশের বিশেষ একটি দল নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলী সীমান্তে কবর স্থানের বাউন্ডারির পাশে আশারতলী-কম্বনিয়া এলাকায় অবস্থান নেয়। এ সময় কয়েকজনকে পায়ে হেঁটে আশারতলী সীমান্ত থেকে বাংলাদেশের দিকে আসতে দেখলে পুলিশের বিশেষ দল এবং গোয়েন্দারা তাদের চ্যালেঞ্জ করে। 

পরে তারা তাদের ব্যাগ ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল হতে পলিথিন দিয়ে মোড়ানো ব্যাগ তল্লাশি করে সাত হাজার ৬০০টি বর্মিজ ইয়াবা উদ্ধার করে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ