খাগড়াছড়িতে মাদ্রাসাছাত্র আব্দুর রহমান আবিরকে (৭) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে নিহত আবিরের বাবা ফরিদুল ইসলাম বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় খাগড়াছড়ি সদর উপজেলার ভুয়াছড়ি এলাকার বায়তুল আমান ইসলামিয়া দাখিল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মো. আমিন ইসলামকে আসামিকে করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘ঘটনার পর অভিযুক্ত শিক্ষক হাফেজ মো. আমিন ইসলাম পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।’
রোববার বিকেল ভুয়াছড়ির বায়তুল আমান মাদ্রাসায় শিক্ষার্থী আবিরকে পিটিয়ে জখম করে মাদ্রাসার শিক্ষক মো. আমিন ইসলাম। পরে রাতে সাড়ের দশ টার দিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর থেকে শিক্ষক হাফেজ মো. আমিন ইসলাম পলাতক রয়েছে।