বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপ ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে কক্সবাজার সমুদ্র তীরবর্তী এলাকায় জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। এতে কয়েকটি গ্রামে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়েছে। পানির তীব্র ধাক্কায় ধসে পড়েছে সমুদ্রসৈকতের হিমছড়ি এলাকায় জেলা পরিষদের রেস্ট হাউস ‘মাধবী'। এ ঘটনায় আশপাশের লোকজন ক্ষতিগ্রস্থ হয়েছে।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুল হক জানান, পূর্ণিমার জোয়ারের প্রভাবে উত্তাল রয়েছে সাগর। ঢেউয়ের তীব্র আঘাতে ধসে পড়েছে রেস্ট হাউসটি। বছর তিনেক আগে ভবনটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে 'পরিত্যক্ত' হিসেবে ঘোষণা করেছিল জেলা পরিষদ। এরপর ভবনের আশপাশ থেকে দোকানপাট সরিয়ে নেওয়া হয়।
ভবনের সামনের দোকানদার হাফিজুর রহমান জানান, সকাল ১১টায় বিকট শব্দে ভবনটি ধসে পড়ে। এ সময় আশপাশে লোকজন না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরের জামান চৌধুরী প্লাবিত এলাকা পরিদর্শন করে আজকের পত্রিকাকে জানান, ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁদের জন্য জরুরি ত্রাণ সহায়তার চাহিদাপত্র জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে।