ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ পরিচয় দিয়ে সাবেক সেনা সদস্যের বাড়িতে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতেরা।
গতকাল শনিবার মধ্য রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া ভূঁইয়া বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯—এ কল পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। আজ রোববার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাবেক সেনা সদস্য মনির আহম্মদ ভূঁইয়া।
সরেজমিন ও থানায় লিখিত অভিযোগে জানা গেছে, শনিবার রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ে। মধ্য রাতে ঘরের দরজার সামনে থেকে পুলিশ পরিচয় দিয়ে ঘরে থাকা লোকজনকে ডেকে তুলে ডাকাতেরা। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঘরের দরজা খুলে দিলে ডাকাত দল অস্ত্র দেখিয়ে ঘরে থাকা লোকজনকে বেঁধে ফেলে। ডাকাতেরা ৩টি মোবাইল, নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নেয়। ডাকাতেরা চলে যাওয়ার পর প্রতিবেশীদের সহায়তা উদ্ধার হয়ে জরুরি সেবা ৯৯৯—এ কল দেয় ভুক্তভোগীরা। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার পরিদর্শন (এসআই) ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভুক্তভোগী সাবেক সেনা সদস্য মনির আহম্মদ ভূঁইয়ার ছেলে রাসেল আহমেদ বলেন, ‘রাতে আমার বাবা, স্ত্রী, বোনসহ অন্যান্য সদস্যরা বাড়িতে ঘুমিয়ে ছিল। মধ্য রাতে বাইরে থেকে ডাক দিয়ে বলা হয়, দরজা খোলেন। ভেতর থেকে পরিচয় জানতে চাইলে বলে আমরা থানা স্টাফ। আমার বাবা যেহেতু সাবেক সেনা কর্মকর্তা আইনের প্রতি শ্রদ্ধা থাকায় দরজা খুলে দিই। পরে ডাকাতেরা পরিবারের লোকজনে বেঁধে মোবাইল, নগদ টাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। আমার বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।’
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে জানতে পেরেছি। আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করব। লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’