আল-জামিয়াতুল আহালিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি, সাবেক শিক্ষা পরিচালক ও প্রবীণ মুহাদ্দিস আল্লামা মুফতি নুর আহমদ আর নেই।
গতকাল বৃহস্পতিবার রাতে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মাদ্রাসার জ্যেষ্ঠ মুহাদ্দিস আল্লামা আশরাফ আলী নিজামপুরী।
এদিকে মুফতি নুর আহমদের মৃত্যুতে কওমি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বাংলাদেশের বিভিন্ন আলেম-উলামা তাঁর মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনাসহ জান্নাতুল ফেরদৌস লাভের জন্য দোয়া করেন।