হোম > সারা দেশ > চট্টগ্রাম

সিভাসু থেকে ভিসি নিয়োগের দাবি: একাট্টা শিক্ষক–শিক্ষার্থীরা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজেদের বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য (ভিসি) নিয়োগের দাবিতে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। গতকাল রোববার থেকে শুরু হওয়া কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা–কর্মচারীরা। 

আজ সোমবারও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে সমবেত হন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষকেরা সিভাসু থেকে ভিসি নিয়োগের যুক্তি তুলে ধরেন। 

মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো জ্যেষ্ঠ অধ্যাপককে ভিসি হিসেবে নিয়োগের দাবিতে গত ১৯ সেপ্টেম্বর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। গতকাল রোববার প্রেস ব্রিফিং করে এ দাবিতে ৪৮ ঘণ্টার সময় দেওয়া হয়েছে, যার ২৪ ঘণ্টা শেষ হয়ে গেছে। 

দাবি মেনে নেওয়া না হলে রোড ব্লকসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে শিক্ষার্থীরা। এরই মধ্যে সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবন শাটডাউনের আওতায় রয়েছে। 

তথ্যমতে, ভিসি নিয়োগের দাবিতে ১৯ সেপ্টেম্বর থেকে কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে ওই দিন শিক্ষার্থীরা চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণ, ৩ অক্টোবর ক্লাস-পরীক্ষা বয়কট ও অবস্থান কর্মসূচি, ৪ অক্টোবর বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল, ৫ অক্টোবর রোড ব্লক, ৬ অক্টোবর টোটাল শাটডাউন ও ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন