নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজেদের বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য (ভিসি) নিয়োগের দাবিতে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। গতকাল রোববার থেকে শুরু হওয়া কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা–কর্মচারীরা।
আজ সোমবারও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে সমবেত হন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষকেরা সিভাসু থেকে ভিসি নিয়োগের যুক্তি তুলে ধরেন।
মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো জ্যেষ্ঠ অধ্যাপককে ভিসি হিসেবে নিয়োগের দাবিতে গত ১৯ সেপ্টেম্বর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। গতকাল রোববার প্রেস ব্রিফিং করে এ দাবিতে ৪৮ ঘণ্টার সময় দেওয়া হয়েছে, যার ২৪ ঘণ্টা শেষ হয়ে গেছে।
দাবি মেনে নেওয়া না হলে রোড ব্লকসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে শিক্ষার্থীরা। এরই মধ্যে সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবন শাটডাউনের আওতায় রয়েছে।