মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির মহালছড়িতে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন (ইউপি) আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। গত সোমবার উপজেলার চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
মহালছড়ি উপজেলায় চারটি ইউনিয়নে নৌকার মাঝি হলেন—মহালছড়ি সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীল, মাইসছড়ি ইউনিয়নে মাইসছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন, মুবাছড়ি ইউনিয়নে কংজরী মারমা ও ক্যায়াংঘাট ইউনিয়নে রুপেন্দু দেওয়ান।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়ন বাছাই করা হবে ৪ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর এবং ভোটগ্রহণ ২৮ নভেম্বর।