চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসারুল আলম কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে পশ্চিম রূপসা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে থানা-পুলিশ।
কাউসারুল আলম কামরুল ওই গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে ও চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
জানা গেছে, ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন চেয়ারম্যান কাউসারুল আলম কামরুল।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, চেয়ারম্যান কাউসারুল আলম কামরুলের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।