ফেনী প্রতিনিধি
ফেনীতে ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে ৯ জুলাই দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী দেওয়ানগঞ্জ এলাকায় দুর্ঘটনায় আহত হন তিনি। পরে আহত অবস্থায় তাঁকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ফেনী রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বেলা ১টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন ফেনী অতিক্রম করা সময় দেওয়ানগঞ্জ এলাকার রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন ওই যুবক। একপর্যায়ে চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। এতে তিনি মাথাসহ শরীরের একাধিক স্থানে আঘাত পান তিনি।
খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় রেলওয়ে পুলিশের সদস্যরা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পাঁচদিন চিকিৎসাধীন থাকলেও তাঁর জ্ঞান ফিরেনি। অবশেষে গতকাল রাতে মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে ফেনী জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিফ ইকবাল বলেন, অজ্ঞাত যুবকটি পাঁচদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাতে মারা গেছেন। বর্তমানে তাঁর মরদেহ মর্গে রাখা আছে।
ফেনী রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বলেন, গত ৯ জুলাই দেওয়ানগঞ্জে ট্রেন দুর্ঘটনায় আহত ব্যক্তি অচেতন অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে মারা গেছেন। তাঁর আঙুলের ছাপ নিয়েও পরিচয় শনাক্ত করা যায়নি।
তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় না পাওয়া গেলে পৌরসভার মাধ্যমে মরদেহ দাফনের ব্যবস্থা নেওয়া হবে।