Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

রোহিঙ্গা অনুপ্রবেশ রুখতে কর্মকর্তাদের কঠোর হওয়ার নির্দেশ বিজিবি মহাপরিচালকের

বান্দরবান (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি

রোহিঙ্গা অনুপ্রবেশ রুখতে কর্মকর্তাদের কঠোর হওয়ার নির্দেশ বিজিবি মহাপরিচালকের

রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ রুখতে কর্মকর্তাদের কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তের শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পসহ সীমান্ত পরিদর্শন কালে এ আদেশ দেন। 

আজ বেলা দেড়টার দিকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান তুমব্রুর কোনার পাড়া গ্রামে সীমান্তের শূন্যরেখার সেই রোহিঙ্গা ক্যাম্পে যান। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গেও কথা বলেন। গত ১৮ জানুয়ারি রোহিঙ্গাদের দুই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ওই ক্যাম্পে আগুন লাগে। এরপর টানা ৩ দিন ধরে ক্যাম্পটি আগুনে পুড়ে। 

এরপর বিজিবি মহাপরিচালক মিয়ানমার সংলগ্ন কাঁটাতার ঘেঁষা তুমব্রু ও ঘুমধুম সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি সীমান্তের দায়িত্বরত তুমব্রু বিওপির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘২০১৭ সালের আগস্টের শেষের দিকে শুন্যরেখায় এই রোহিঙ্গারা আসেন। আপাতত তাঁরা এখন তুমব্রু গ্রামে রয়েছেন। এখন শূন্যরেখায় কোনো রোহিঙ্গা নেই। নিজেদের সংঘাতে তাঁরা বাংলাদেশে আশ্রয় নিলেও তাঁদের অন্যত্র সরানো হবে।’

বিজিবি মহাপরিচালক আরও বলেন, ‘সীমান্ত দিয়ে আর যেন কোনো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে। সে দিকে বিজিবির মাঠ কর্মকর্তাদের কঠোর নজর দিতে হবে।’ 

বেলা পৌনে ৩টার দিকে কক্সবাজারের রামু সেক্টরের দিকে যাত্রা করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন, ঘুমধুম ও তুমব্রু সীমান্তে দায়িত্বরত ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সাইফুল ইসলাম সাইফসহ অন্যান্য কর্মকর্তারা। 

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি

চাঁদার জন্য যুবককে মারধর, যুবদল নেতা কারাগারে

ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবলীগ কর্মী আটক

কাপ্তাইয়ে পানির সংকট, শুধু এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন

শহীদ সামাদ ভাইদের স্বপ্ন আমাদের পূরণ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

চকরিয়ায় থানার ফটকে সাংবাদিককে মারধর করে ছিনতাই

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত