Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৪টার দিকে গুলির ঘটনা ঘটে।

আহত যুবকেরা হলেন রুকন উদ্দিন (৩৫) ও জাকির হোসেন (৩০)। আহত রুকন নেত্রকোনার বারহাট্টার আজিজ মিয়ার ছেলে এবং জাকির হোসেন কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে কসবার পুটিয়া এলাকার সীমান্ত দিয়ে ১০-১২ জন চোরাকারবারি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএসএফ গুলি ছুড়লে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে রুকন উদ্দিন ও জাকির হোসেনকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আজিজুল ইসলাম বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় দুজন হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন। তাঁদের মুখ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে। অবস্থা খারাপ হওয়ায় তাঁদের কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে।’

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, চোরাকারবারিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ গুলি করেছে। স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। সীমান্তে গুলি চালানোর ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হয়েছে।

কুমিল্লার সীমান্তে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিক আটক

শিশু ধর্ষণের চেষ্টাকারীকে পুলিশে দিল তার পরিবার

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত

কুবিতে এক আসনের বিপরীতে লড়বেন ৬৪ ভর্তি-ইচ্ছুক

পেকুয়ায় গুলি ছুড়ে ওসির বাড়ি থেকে গরু লুট

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় বিছানায় পড়েছিল স্ত্রী-শ্যালিকার লাশ, স্বামী পলাতক

ছিনতাইয়ের শিকার নারী ধাওয়া দিয়ে ধরলেন ২ ছিনতাইকারীকে

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ