অবিলম্বে পানছড়ি থেকে জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যদের সরিয়ে নেয়ার জন্য জেএসএস সভাপতি সন্তু লারমার প্রতি আহ্বান জানিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক ও মুখপাত্র অংগ্য মারমা।
আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি পাঠিয়ে তিনি এ আহ্বান জানিয়েছেন। ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরন চাকমা গণমাধ্যমে এ বিবৃতি পাঠান।
বিবৃতিতে তিনি বলেন, গত ১৬ সেপ্টেম্বর রাত থেকে জেএসএসের সশস্ত্র কর্মীরা আক্রমণাত্মক ভঙ্গিতে খাগড়াছড়ির পানছড়িতে অবস্থান করছে এবং বিভিন্ন জনকে হুমকি দিচ্ছে; এর ফলে দীঘিনালা-খাগড়াছড়ি-রাঙ্গামাটিতে সেনা-সেটলার হামলার প্রতিবাদে গড়ে ওঠা চলমান ছাত্র-জনতার গণআন্দোলনে স্বাভাবিকভাবে বিরূপ প্রভাব পড়ছে, যা প্রকারান্তরে শাসকচক্রকে লাভবান করছে।
জেএসএসের এই আচরণে জনগণ হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন উল্লেখ করে তিনি বলেন, দীঘিনালা-খাগড়াছড়ি-রাঙ্গামাটিতে সেনা-সেটলার হামলায় প্রাণহানি, বাড়িঘর-দোকানপাট অগ্নিদগ্ধের ফলে জনগণ অস্তিত্ব রক্ষার্থে যে মুহুর্তে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের তাগিদ অনুভব করছেন, তখন জেএসএসের সশস্ত্র দলের আক্রমণাত্মক অবস্থান জনগণের সঙ্গে শত্রুতার সামিল।
পানছড়ির জনগণ ও ইউপিডিএফ এই চরম উত্তেজনাময় পরিস্থিতে সর্বোচ্চ সংযম ও ধৈর্য্য প্রদর্শন করে আসছে জানিয়ে অংগ্য মারমা আরো বলেন, ‘আমরা বিভিন্ন মাধ্যমে জেএসএসকে অনুরোধ করেছি তাঁরা যেন তাদের সশস্ত্র গ্রুপকে পানছড়ি থেকে সরিয়ে নেয়; দুঃখজনক হলেও তাঁরা এখনো আমাদের অনুরোধে কর্ণপাত করেনি।’
বিবৃতিতে ইউপিডিএফ নেতা সকল স্তরের ঐক্য প্রত্যাশী জনগণসহ পার্বত্য চট্টগ্রামে সংঘাত বিরোধী এবং ঐক্যবদ্ধ আন্দোলনে বিশ্বাসী ছাত্র-জনতার সঙ্গে জেএসএসের মধ্যকার যেসব নেতা-কর্মী-সমর্থক একাত্মতা পোষণ করেন, তাঁদের জাতীয় অধিকার আদায়ের আন্দোলন জোরদার করার লক্ষ্যে পানছড়ি থেকে সশস্ত্র গ্রুপ প্রত্যাহারের জন্য সন্তু লারমার প্রতি চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন।