রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
গুচ্ছভুক্ত ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার। দেশের বিভিন্ন কেন্দ্রের মতো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
চুয়েট উপাচার্যের জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক সুদীপ কুমার পালের নেতৃত্বে ভর্তি পরীক্ষা কমিটির সদস্যরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন অধ্যাপক সুদীপ কুমার পাল। এ সময় তাঁরা কেন্দ্রের বিভিন্ন কক্ষে গিয়ে পরীক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করেন।
কৃষি গুচ্ছের চুয়েট কেন্দ্রে ৪ হাজার ১১৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।