হোম > সারা দেশ > চট্টগ্রাম

কমলনগরে মেঘনাতীরে রাসেলস ভাইপারকে পিটিয়ে মারল স্থানীয়রা

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীর তীরে একটি রাসেলস ভাইপার পিটিয়ে মেরেছে স্থানীয়রা। আজ শুক্রবার বিকেলে উপজেলার মাতাব্বরহাট বেড়িবাঁধের পশ্চিমে মেঘনা নদীর তীরে এ ঘটনা ঘটে। 

এদিকে সাপটির মাঝ বরাবর লম্বা দাগ থাকায় রাসেলস ভাইপারের স্বাভাবিক ধরন থেকে কিছুটা ভিন্নতা দেখা গেছে। উপজেলা বন কর্মকর্তা জানিয়েছেন, এটি রাসেলস ভাইপার নয়, অন্য কোনো প্রজাতির সাপ। তবে সাপ ও বন্য প্রাণী সংরক্ষণে কাজ করা প্রতিষ্ঠান জানিয়েছে এটি রাসেলস ভাইপারই।

রাসেলস ভাইপারের স্বাভাবিক ধরন হলো, সারা শরীরে কালো রঙের গোলাকার চাঁদের মতো নকশা। এই নকশার বাইরে সাদা রঙের পরিসীমা। কমলনগরের মেঘনা নদীর তীরে পিটিয়ে মেরে ফেলা সাপটির শরীরে মাঝ বরাবর লম্বা দাগ রয়েছে। এর দুই পাশে গোলাকার চাঁদের মতো নকশা। নকশার বাইরে সাদা রঙের পরিসীমা আছে। 

উপজেলা রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী রিমন রাজু বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখানে সাপটি এখনো পড়ে আছে। দেখতে হুবহু রাসেলস ভাইপারের মতো। এটি রাসেলস ভাইপারই।’ 
 
কমলনগর উপজেলা বন কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, সাপটিকে মেরে ফেলা হয়েছে। সাপটি রাসেলস ভাইপার নয়। রাসেলস ভাইপারের ধরনের সঙ্গে অধিকাংশই মিল নেই। এটি অন্য কোনো প্রজাতির সাপ। 

সাপ ও বন্য প্রাণী সংরক্ষণে কাজ করা প্রতিষ্ঠান ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের কমপ্লায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার সৈয়দা অনন্যা ফারিয়াকে সাপের ছবিটি দেখানো হয়। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এটি রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার স্পটলেসও হতে পারে।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন