কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ফসলি জমিতে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলনের অভিযোগে আবদুল কাদির (৩৫) নামের এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকায় এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। উপপরিদর্শক (এসআই) শামসুদ্দিনের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানার পুলিশের একটি দল এ কাজে সহযোগিতা করে।
কারাদণ্ডপ্রাপ্ত আবদুল কাদির সুনামগঞ্জের বাসিন্দা। বর্তমানে তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা সদর ইউনিয়নের কল্পবাস এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার নাগাইশ, ধান্যদৌল ও কালামুড়িয়া এলাকায় অনেক দিন ধরে ফসলি জমিতে একাধিক ড্রেজার মেশিন স্থাপন ও মাটি উত্তোলন করে বিভিন্ন এলাকায় মাটি বিক্রি করে আসছিলেন আবদুল কাদির। এতে ফসলি জমি নষ্ট করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় গতকাল ধান্যদৌল এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, ড্রেজার মেশিনের মালিক আবদুল কাদিরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।