রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে একটি বসতবাড়ি ভেঙে তার নিচে চাপা পড়ে নিহত হয় ৭ বছরের শিশু নিষ্পা। গুরুতর আহত হন শিশুটির বৃদ্ধ নানি হোসনে আরা বেগম (৬৫)। আজ মঙ্গলবার ক্ষতিগ্রস্ত ওই বাড়িতে গিয়ে টিন ও অর্থ সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন ইসলাম।
গতকাল সোমবার উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ চাঙ্গিরগাঁও গ্রামের দেবুর বাড়ি সংলগ্ন লুৎফর রহমানের বাড়িতে এ হতাহতের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানান যায়, পরিবারটিকে বসতঘর নির্মাণের জন্য দুই বান্ডিল ঢেউটিন, নগদ ২৬ হাজার টাকা ও শুকনো খাবার দিয়েছেন ইউএনও। এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলিপ দে, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামছুল ইসলাম সুমনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শারমিন ইসলাম আজকের পত্রিকাকে জানান, লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া জাহানের সার্বিক তত্ত্বাবধানে জেলা ও উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সর্বাত্মক সহযোগিতা করবে।
তিনি আরও জানান, এ ছাড়া রামগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহত বৃদ্ধার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করা হবে।