হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় গৃহবধূ হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নাঙ্গলকোটে গৃহবধূ ঝর্ণা আক্তার হত্যার দায়ে স্বামী আব্দুর রবের (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।

মামলার সরকারি কৌঁসুলি (পিপি) প্রদীপ কুমার দত্ত বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

নিহত ঝর্ণা আক্তার (২৮) উপজেলার কান্দাল গ্রামের সামছুল হকের মেয়ে। দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুর রব একই উপজেলার বামবাতাবাড়িয়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। 

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ৩০ নভেম্বর রাতে আব্দুর রব তার স্ত্রী ঝর্ণা আক্তারের সঙ্গে যৌতুকের টাকা দেওয়া নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে আব্দুর রব তার স্ত্রীকে পিটিয়ে মেরে ফেলে। যৌতুকের দাবিতে রব তার স্ত্রীকে প্রায় নির্যাতন করতেন। ১০ বছরের সংসারে ঝর্ণা-রব দম্পতির ২ মেয়ে ও এক ছেলে রয়েছে।

এ ঘটনায় ঝর্ণা আক্তারের বাবা সামছুল হক বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় একই উপজেলার বামবাতাবাড়িয়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুর রবকে (৪৫) আসামি করা হয়।

মামলার সরকারি কৌঁসুলি (পিপি) প্রদীপ কুমার দত্ত আজকের পত্রিকাকে বলেন, এ মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। অভিযোগ প্রমাণ হওয়ায় ঝর্ণা আক্তারের স্বামী আব্দুর রবকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ