হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘যেকোনো মূল্যে জাতীয় সম্পদ ইলিশ রক্ষা করা হবে’

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, ‘এবারের মা ইলিশ রক্ষা অভিযান একটু ব্যতিক্রম হবে। যেকোনো মূল্যে জাতীয় সম্পদ ইলিশ রক্ষা করা হবে। নিষিদ্ধ সময়ে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকবেন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

আজ রোববার চাঁদপুরের মতলব মোহনপুর লঞ্চঘাটে মা ইলিশ রক্ষার এক সচেতনমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ‘মা ইলিশের মধ্যে যদি ৪০ শতাংশ মাছ ডিম ছাড়তে পারে, তাহলেও ২৫ শতাংশ বেশি উৎপাদন হবে। তার মানে আপনারা যারা মৎস্যজীবী তারাই বেশি লাভবান হবেন। এ জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে মা ইলিশ রক্ষা করতে হবে।’ 

জেলেদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, ‘সরকারের পক্ষ থেকে আপনাদের খাদ্য সহায়তা ও বিকল্প কর্মসংস্থানের জন্য উপকরণ দিচ্ছে। তাই আবারও বলছি নিষিদ্ধ সময়ে মা ইলিশ রক্ষার্থে নদীতে জাল ফেলা থেকে বিরত থাকতে হবে।’ 

মতলব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন– সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান, মতলব উত্তর প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান, জেলে ফুলচাঁন বর্মন প্রমুখ। 

সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস। সভায় মেঘনা নদী উপকূলীয় এলাকার জেলে, বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন