হোম > সারা দেশ > বান্দরবান

আড়াই মাস পর থানচিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা শিথিল 

থানচি (বান্দরবান) প্রতিনিধি

আড়াই মাসের বেশি সময় বন্ধ থাকার পর বান্দরবানের থানচিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা শিথিল করেছে প্রশাসন। তবে রোয়াংছড়ি ও রুমা উপজেলায় নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। আজ শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। 

পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি–চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যদের সন্ত্রাসী ঘটনায় দফায় দফায় নিষেধাজ্ঞার কবলে পড়ে বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি ও আলীকদম উপজেলা। সবশেষ গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় রোয়াংছড়ি, রুমা ও থানচিতে পর্যটকদের ভ্রমণে এ নিষেধাজ্ঞা দেয় প্রশাসন।

ইউএনও মোহাম্মদ মামুন সাংবাদিকদের বলেন, ‘আগামীকাল রোববার থেকে স্থানীয় প্রশাসনের অনুমোদিত পর্যটন স্পটে পর্যটকেরা ঘুরে বেড়াতে পারবেন। শনিবার সকালে আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, হোটেল মালিক সমিতি ও পর্যটক গাইড সমিতি প্রতিনিধি সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।’ 

তিনি বলেন,  ‘পর্যটকেরা তিন্দুর বড় পাথর, রেমাক্রি ও তমা তঙ্গী পর্যটন স্পটে যেতে পারবে। নিরাপত্তার কারণে এর বাইরে যাওয়া যাবে না। গাইড সমিতির প্রতিনিধিদের বলে দেওয়া হয়েছে, কোথায় যেতে পারবে আর কোথায় যেতে পারবে না।’ 

পর্যটক গাইড শিমিয়ন ত্রিপুরা ও মংএ সা মারমা বলেন, ‘পর্যটক গাইড সমিতির পক্ষ থেকে পর্যটন খোলার ব্যাপারে জানানো হয়েছে। তিন মাসের কাছাকাছি সব পর্যটন স্পট বন্ধ ছিল। যদিও এখন বর্ষাকাল। পর্যটক কম আসবে। তারপরও পাহাড়ে বর্ষাকেন্দ্রিক কিছু পর্যটক থাকে। যারাই ভ্রমণে আসুক আন্তরিক নিয়ে আমরা সেবা দেব।’

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল