হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুয়াশা না থাকলে আরও বেশি ভোট কাস্ট হতো: পররাষ্ট্রমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শীতের কুয়াশার কারণে ভোট বেশি কাস্ট হয়নি দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সেই কারণে ভোটের পার্সেন্টেজ প্রায় ৪২ শতাংশ। যদি কুয়াশা এবং শীত না থাকত, তাহলে আরও বেশি ভোট কাস্ট হতো।’ 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর আজ মঙ্গলবার প্রথমবারের মতো চট্টগ্রামে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

ড. হাছান মাহমুদ বলেন, ‘পূর্ব-পশ্চিমের সবার সঙ্গে আমাদের সম্পর্ক চমৎকার। সম্পর্ককে আরও গভীর করার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।’ 

রোহিঙ্গা সংকট সমাধান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সব সময় কূটনৈতিকভাবে চেষ্টা করে যাচ্ছি। তাদের সঙ্গে এনগেজমেন্ট আরও বাড়াচ্ছি। আমি ন্যাম সামিটে যাচ্ছি, সেখানে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার বৈঠকের কথা রয়েছে। আমরা কূটনৈতিকভাবেই এই সমস্যার সমাধান করতে পারব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।’ 

দ্বাদশ সংসদ নির্বাচন আন্তর্জাতিক সম্প্রদায় গ্রহণ করেছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় যে গ্রহণ করেছে তার প্রমাণ হচ্ছে, বহু নির্বাচনী পর্যবেক্ষক বাংলাদেশে এসেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের এনডিআই, আইআরআই, ইউরোপীয় ইউনিয়ন, সার্ক, ওআইসি ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর পর্যবেক্ষক থেকে শুরু করে আরও বিভিন্ন সংস্থার পর্যবেক্ষক এসেছিলেন।’ 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশি বন্ধুরা নির্বাচন কমিশনে গেছেন। আজ কাগজে দেখলাম, নির্বাচন কমিশন যে তথ্য-উপাত্ত দিয়েছে, এতে তাঁরা সন্তুষ্ট হয়েছেন। জনগণের ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে। বেশির ভাগ নিবন্ধিত দল নির্বাচনে অংশগ্রহণ করেছে।’ 

ড. হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচনের দিন প্রতি দু’ঘণ্টা পরপর ভোট কাস্টিংয়ের তথ্য দিয়েছিল নির্বাচন কমিশন। ম্যানুয়াল ভোটে কত শতাংশ ভোট কাস্ট হয়েছে, সেটি নির্ভুলভাবে দেওয়া সম্ভব নয়। ইভিএমে ভোট হলে সেটা সঙ্গে সঙ্গে কাস্ট হয়ে যেত। ম্যানুয়ালি হওয়ায় সঠিক তথ্য নির্বাচনের শেষে এসেছে।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ