Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

খালে গোসলে নেমে নিখোঁজ ২ শিশুর একজনের লাশ ‍উদ্ধার

বান্দরবান প্রতিনিধি

খালে গোসলে নেমে নিখোঁজ ২ শিশুর একজনের লাশ ‍উদ্ধার

বান্দরবানের লামায় খালেনেমে নিখোঁজ দুই শিশুর একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বৈক্ষমঝিরি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে আজ (মঙ্গলবার) বেলা ৪টার দিকে ওই দুই শিশু খালে গোসল করতে নেমে নিখোঁজ হয়।

উদ্ধার হওয়া শিশুটি বৈক্ষমঝিরি মার্মা পাড়ার বাসিন্দা মংক্যহ্লা মার্মার মেয়ে এক্যানু মার্মা (৬)। আর নিখোঁজ থাকা ক্য ক্য নু মার্মা (৪) দরদরী নয়া মার্মা পাড়ার বাসিন্দা থুই চাহ্লা মার্মার মেয়ে।

স্থানীয়রা জানান, আজ বিকেলে দুই শিশু এক সঙ্গে বাড়ির পাশের খালে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। অনেকক্ষণ পর বাড়িতে ফিরে না আসলে খোঁজাখুঁজির পর স্বজনেরা খাল পাড়ে দুই শিশুর কাপড় পড়ে থাকতে দেখেন। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পানিতে ভাসমান অবস্থায় এক্যানু মার্মার লাশ উদ্ধার করা হয়। অপর নিখোঁজ ক্য ক্য নু মার্মার লাশ উদ্ধারে স্থানীয়দের সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

এই ব্যাপারে রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজ ক্য ক্য নু মার্মাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছেন, উভয় শিশুর বাবা মালয়েশিয়া প্রবাসী।’

লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ সাফায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘পানিতে ডুবে যাওয়া এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজ অপর শিশুটিকে উদ্ধারে কাজ চলছে।’

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ আজকের পত্রিকাকে বলেন, ’দুই শিশু পানিতে ডুবে নিখোঁজের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের সহযোগিতা করেছি।’

আরাকান আর্মির হাতে আটক ২৯ জেলেকে ফেরত এনেছে বিজিবি

মডেল মসজিদ নির্মাণের দুর্নীতি তদন্তে কমিটি গঠন করা হবে: ধর্ম উপদেষ্টা

নিথর দেহে চট্টগ্রামে ফিরলেন আবদুল্লাহ আল নোমান

প্রবাসীর ৫ মেয়ে, লাখ টাকায় কেনেন অপহৃত ছেলেশিশু, অপহরণকারীসহ কারাগারে

চৌদ্দগ্রাম থানার ৫০০ গজ দূরে প্রবাসীর গাড়িতে ডাকাতি

হাতিয়ায় ঘাট দখল নিয়ে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, আহত ১০

স্বচ্ছতা নিরপেক্ষতা জবাবদিহি সম্পূর্ণ নিশ্চিত করা হচ্ছে: আনসার উপমহাপরিচালক

মাদক সেবনের অভিযোগে কুবির ৪ ছাত্রীকে হল থেকে বাইরে থাকার নির্দেশ

দোকান থেকে সোনা উধাও

যুবলীগ কর্মীর হামলায় আহত যুবদল নেতার মৃত্যু