লক্ষ্মীপুরের রামগঞ্জে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে টিনের ঘর চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত শিশুটির নানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আজ সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার ৫ নম্বর চণ্ডীপুর ইউনিয়নে দক্ষিণ চাঙ্গিরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম নিস্পু (৭)। সে ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, গ্রামের দেবুর বাড়ির পাশে গরুর ব্যাপারী ছাকায়েত উল্যার বাড়ির লুৎফর রহমানের টিনের বসতঘরটি ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ে। এ সময় ঘরে থাকা শিশুটি ও তার নানি হোসনেয়ারা বেগম (৬৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিশুটিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. শারমিন ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে রিপোর্ট পাঠানো হয়েছে।