কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) উপনির্বাচনে ভোটার ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দুই প্রার্থী মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সার।
তাঁদের অভিযোগের তির বাস প্রতীকের প্রার্থী ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে ডা. তাহসিন বাহার সূচনার সমর্থকদের দিকে। তবে এসব অভিযোগকে অপপ্রচার বলে দাবি করেছেন তাহসিন বাহার সূচনা।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে ভোট দিতে এসে তিনি এ দাবি করেন।
সূচনা বলেন, এই নির্বাচন খুবই সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো ঝামেলা নেই।
তিনি আরও বলেন, এখন প্রতি মুহূর্তে আপডেট হচ্ছে অনলাইন ও প্রিন্ট মিডিয়ায়। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আপনারাই জানবেন।সাক্কু ও কায়সারের অভিযোগকে অপপ্রচার দাবি করে সূচনা বলেন, তাঁরা অপপ্রচার চালাচ্ছে। নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে।
এর আগে সকাল ১০টার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চবিদ্যালয় এলাকায় ভোটকেন্দ্রের বাইরে গোলাগুলিতে দুজন গুলিবিদ্ধ হন।
তাঁদেরক নিজের কর্মী দাবি করে নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘আমার কর্মী গুলিবিদ্ধ হয়েছে। বাস প্রতীকের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। তারা সর্বত্র আতঙ্ক ছড়িয়ে বেড়াচ্ছে, যাতে আমাদের ভোটাররা কেন্দ্রে যেতে না পারেন।’
সাক্কু বলেন, ভোটের পরিবেশ একদমই ভালো না। ভোটাররা ভোট দিতে পারছেন না। বাস প্রতীকের লোকজন ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিচ্ছে।