Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

বান্দরবানে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও অপহরণের ঘটনায় ১৯ নারীসহ আটক হলেন যাঁরা

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও অপহরণের ঘটনায় ১৯ নারীসহ আটক হলেন যাঁরা

বান্দরবানে যৌথ অভিযানে আটক ৫৪ জনের নাম প্রকাশ করেছে পুলিশ। এর মধ্যে ১৯ জন নারী ও ৩৫ জন পুরুষ রয়েছেন। তাঁদের মধ্যে ৪৯ জন রুমা উপজেলার বেথেলপাড়ার বাসিন্দা। বাকি পাঁচজন জেলা সদর, রোয়াংছড়ি ও থানচি উপজেলার বাসিন্দা।

গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন জেলার রুমা উপজেলার ২ নম্বর রুমা সদর ইউপির ৪ নম্বর ওয়ার্ড বেথেলপাড়া এলাকার সাপলিয়ান থাং বম (২১), লাল রিন সাং বম (২৫), সাইরাস বম (২৫), মুন থাং লিয়ান বম (৩৩), পাছুং বম (৪৪), ভান লাল দিক বম (৩২), জাসুয়া বম (৪২), ভারৌ সাং বম (৩২), নলথন বম (৫৫), লাল রাম তিয়াম বম (৪৪), লালদাম লিয়াম বম (৩৬), লম জুয়াল বম (৫০), রাম থাং লিয়ান বম (১৭), ভান রুয়াত ময় বম (২৩), লাল ইমানুএল বম (৪৩), লালমুন লিয়ান বম (২৮), লাল থাং পুই বম (১৯), জেমস মিলটন বম (৩৪), রোসাং লিয়ান বম (৩০), লাল রোয়াত লম বম (৪৫), লাল দিন থার বম (৪০), জৌনুন নাং বম (৪৫), রেম থন বম (৬০), পেনাল বম (৬০), রুয়াল কম লিয়ান বম (৫৫), লাল রাওখম বম (৩৭), ভান লাল সম বম (৩৪), লাল রুয়াই বম (৫২), পাইন্দু এলাকার লিয়ান লুয়াই থাং বম (২৪) ও গিলবার্ট বম (১৭)।

আটক নারীরা হলেন ২ নম্বর রুমা সদরের বেথেলপাড়া এলাকার আজিং বম (২০), লালসিং পার বম (৩০), ভান রিন কিম বম (৩৬), আতং বম (৩০), আলমন বম (২২), লাল মুন এং বম (১৯), লাল নুন জির বম (৩৪), মেলরি বম (২৬), লাল নুন বম (২৪), নেম পেন বম (৩৮), এলিজাবেত বম (৩০), লালত্নাহাকিম বম (৩০), পারঠা জোয়াল বম (১৯), জিং রোল এং বম (৩২), লাল নুন কিম বম (২৫), টিনা বম (১৮), লেরী বম (২৩) ও শিউলি বম (২১)।

বান্দরবানে ১৯ নারীসহ আটক ৫৪। ছবি: সংগৃহীতপুলিশের পাঠানো লিখিত তালিকায় রুমার বাইরে মৌখিকভাবে পাঁচজনের নাম বলা হয়। তাঁরা হলেন জেলা সদরের সুয়ালক থেকে আটক রোয়াংছড়ির রৌনিনপাড়া এলাকার বাসিন্দা ভানুনুন নুয়াম বম (৩০), জেমিনিউ বম (২৬), আমে লনচেও বম (২২), থানচির টিঅ্যান্ডটিপাড়ার বাসিন্দা গাড়িচালক মো. কফিল উদ্দিন সাগর (২৮) ও রুমা সোনালী ব্যাংকের জুনিয়র কর্মকর্তা (ক্যাশিয়ার) লাল তন লিয়ান বম (৫৪)। এই পাঁচজনসহ আটক ব্যক্তির সংখ্যা ৫৪ জন।

বান্দরবানে ১৯ নারীসহ আটক ৫৪। ছবি: সংগৃহীতপ্রসঙ্গত, বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় দফায় দফায় ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দীনকে অপহরণের ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় আটটি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার তাঁদের আদালতে সোপর্দ করা হতে পারে।

চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের দাম লিটার ১৬০ টাকা নির্ধারণ করে দিল প্রশাসন

রাঙামাটিতে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

বিএনপি ক্ষমতায় গেলে ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে: এ্যানী

আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল ইসলাম আটক

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারসামগ্রী তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের পর পরিবারে হস্তান্তর, অতঃপর যা ঘটল

কর্ণফুলী নদীতে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ

চন্দনাইশে অবৈধ ইটভাটা উচ্ছেদে মন্ত্রণালয়কে বিএইচআরএফের চিঠি

লক্ষ্মীপুরে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত

পতেঙ্গায় মব তৈরি করে পুলিশকে মারধরের ঘটনায় জড়িত সবাই গ্রেপ্তার