চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দখল করে অবৈধভাবে স্থাপন করা ১৫টি দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে চাতরী চৌমুহনী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, আনোয়ারার গুরুত্বপূর্ণ এলাকার মধ্যে এ বাজার এলাকা রয়েছে। এখানে যানজট নিরসনের লক্ষ্যে সড়ক ও ফুটপাতে বসানো অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। পুনরায় দোকান না বসানোর জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়। কেউ যদি নির্দেশ অমান্য করে দোকান বসানোর চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সড়কের জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় অভিযানে বিভিন্ন ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সড়ক পরিবহন আইনে একটি বাস চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে চাতরী ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, ইউপি সদস্য, গ্রাম পুলিশসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।