কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় হিট স্ট্রোকে মোহাম্মদ কালু (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার তেলিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দিনমজুর ওই এলাকার মৃত নাগু মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন জানান, দিনমজুর মোহাম্মদ কালু সকালে প্রতিবেশী গিয়াস উদ্দিনের বাড়িতে খড়ের স্তূপের কাজ করছিল। এ সময় তিনি গরমে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যান। তাৎক্ষণিক স্থানীয়রা তাঁকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই দিনমজুর মোহাম্মদ কালুর মৃত্যু হয়েছে। পরিবার সদস্যদের ভাষ্যমতে, হিট স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে বলে মনে হয়েছে।’