কক্সবাজার প্রতিনিধি
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত রাখার দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে দ্বীপের বাসিন্দারা। তারা সেন্ট মার্টিন নিয়ে সরকারের গৃহীত সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। অন্যথায় দ্বীপে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
বৈরী আবহাওয়ার মধ্যে আজ বুধবার কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন বাজারে স্থানীয়দের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। শেষে গণমিছিল বের করা হয়। এতে বিপুলসংখ্যক সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য সৈয়দ আলম, আবদুর রহমান, ব্যবসায়ী মাহবুব আলম, নাসির উদ্দীন প্রমুখ।
বক্তারা বলেন, দ্বীপের মানুষের আয়-রোজগার পর্যটকনির্ভর। ফলে দ্বীপটি পর্যটকদের জন্য উন্মুক্ত না রাখলে সকল প্রকার নৌযান বন্ধসহ দ্বীপে অবরোধ পালন করা হবে।