ফেসবুকে পরিচয়ের সুবাদে তরুণীর সঙ্গে কথাবার্তা হয় তরুণের। এক সময় তরুণ মনে মনে তরুণীকে ভালবেসে ফেলে। বিষয়টি বুঝতে পেরে তরুণী যোগাযোগ বন্ধ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মাথায় অস্ত্র ঠেকিয়ে ভিডিও বার্তা দিয়ে ‘আত্মহত্যার’ হুমকি দেয় তরুণ।
এমন গল্পের জন্ম দিয়ে অবশেষে পুলিশের হাতে ধরা পড়লেন মো. আবিরুল ইসলাম প্রকাশ আলম (২২) নামে ওই তরুণ। তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ দিককুল গ্রামের বাসিন্দা।
আজ বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার সদর মডেল থানায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান।
আজ (বৃহস্পতিবার) ভোরে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. কাইছার হামিদের নেতৃত্বে পুলিশ ঝিলংজা দিককূল এলাকার শাহ মজিদিয়ার একটি দোকানে তল্লাশি করে বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করে। এ সময় ওই দোকান থেকে আলমকেও গ্রেপ্তার করা হয়।’ তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।