হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

বিএনপি ক্ষমতায় গেলে ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে: এ্যানী

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে বিএনপির নেতা এ্যানী। ছবি: আজকের পত্রিকা

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ‘আগামী দিনে বিএনপি এককভাবে ক্ষমতায় এলেও দেশ এককভাবে পরিচালনা করা হবে না। ৩১ দফার ভিত্তিতে দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্টের মাধ্যমে ও ঐকমত্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে।’

আর ৩১ দফার মধ্যে যথেষ্ট সংস্কারের কথা উল্লেখ রয়েছে। যে সংস্কারের কথা বর্তমান অন্তর্বর্তী সরকারও বলেছে। তাই সবার মতামতের ভিত্তিতে দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।

আজ মঙ্গলবার লক্ষ্মীপুর সরকারি কলেজের মাঠে আরাফাত রহমান স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এসব কথা বলেন।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘স্থিতিশীলতার জন্য স্বাভাবিক রাজনীতি, সামাজিক সুন্দর পরিবেশ ও অর্থনৈতিক শৃঙ্খলা দরকার। দ্রব্যমূল্যের যেন ঊর্ধ্বগতি না হয় এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ সবকিছু মিলেই সুন্দর বাংলাদেশ গড়তে হবে।’

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘বিগত সরকার দেশটাকে পেছনের দিকে নিয়ে গেছে। সেখান থেকে আমাদের আসতে হলে একদিকে সংস্কার প্রয়োজন, আরেক দিকে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন। একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা তাকিয়ে রয়েছি। বিএনপি এ দেশের একটি জনপ্রিয়, আধুনিক ও মডারেটর দল। এই যুগের মডারেটর সংগঠন হলো বিএনপি।’

বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘৫ আগস্টের পর দেশে রাজনৈতিক গুণগত পরিবর্তন হয়েছে। এখন রাজনৈতিক নেতৃত্বের গুণগত পরিবর্তন দেশের মানুষ চায়। বিএনপির মতো মডারেটর দল যদি এটি দিতে না পারে, আর কেউ পারবে না। দেশের প্রয়োজনে জাতীয়তাবাদের ভিত্তিতে যে কথা বলা দরকার, আমরা তা-ই সহজভাবে মানুষের মাঝে তুলে ধরি।

‘সাধারণ মানুষ সাধারণ ভাষায় আমাদের কথা শুনতে চায়। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যেন বাংলাদেশ নিয়ে আর ষড়যন্ত্র করতে না পারে, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।’

ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি আব্দুর রব শামীম, মহসিন কবীর স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ। সঞ্চালনা করেন মাহবুব আলম মামুন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

উল্লেখ্য, লক্ষ্মীপুর কলেজ রোড ক্রীড়া সংঘের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে ৩০ দল অংশ নেয়।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ