হোম > সারা দেশ > কক্সবাজার

‘বাকিতে সবজি না দেওয়ায়’ মারধর, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে বাকিতে সবজি না দেওয়ায় পিটুনিতে আহত সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে উপজেলার হোয়াইক্যং উনচিপ্রাং বাজারে এ ঘটনা ঘটে। গতকাল দিবাগত রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। 

নিহত সবজি বিক্রেতা মোক্তার আহমদ (৫০) ওই এলাকার কাদির হোছনের ছেলে। একই এলাকার আজিজুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ উঠেছে। 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরিবারের বরাতে তিনি বলেন, শনিবার বিকেলে মোক্তার আহমেদের সবজির দোকানে একই এলাকার আজিজুর রহমান সবজি কিনতে যান। বাকিতে সবজি না দেওয়ায় আজিজের সঙ্গে কথা–কাটাকাটি হয়। এতে মোক্তারকে আজিজ বেধড়ক মারধর করেন। রাতে মোক্তার হোসেনকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহতের ছেলে মুহাম্মদ মোস্তফা বলেন, ‘বাকিতে সবজি না দেওয়ায় বাবাকে আজিজ অমানবিকভাবে মারধর করেছেন। এ সময় স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে বাবাকে বাড়িতে নেওয়া হয়। রাতে বাবার রক্তবমি করেন। পরে অবস্থার অবনতি হলে বাবাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।’ 
 
ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, কক্সবাজার সদর হাসপাতালের মর্গে লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ