হোম > সারা দেশ > চট্টগ্রাম

থানচিতে স্কুল যাওয়ার পথে নৌকা ডুবে নিখোঁজ ২ 

বান্দরবান ও থানচি প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলায় স্কুলে যাওয়ার সময় নৌকা ডুবে প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পদ্মমুখ সংলগ্ন চিংড়ি ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিখোঁজ শান্তি রানি ত্রিপুরা (১০) ২ নম্বর তিন্দু ইউপির ৫ নম্বর ওয়ার্ড হরিশ চন্দ্র পাড়া এলাকার মুতিজং ত্রিপুরার মেয়ে। অপরজন ফুলবাণী ত্রিপুরা (৯), একই এলাকার নিলাপ্রু ত্রিপুরার মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে হরিশ চন্দ্র পাড়া থেকে ৮ জনের একটি নৌকা রুনাদন প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল। ঝিরিটির মাঝামাঝি পৌঁছালে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় ৬ জন সাঁতার কেটে তীরে পৌঁছালেও নিখোঁজ ছিল শান্তি রানি ত্রিপুরা ও ফুলবাণী ত্রিপুরা। এই ঝিরির পানি সাঙ্গু নদীর সঙ্গে মিলিত হয়েছে। সর্বশেষ সন্ধ্যা সাতটা পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। 

তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, হরিসচন্দ্র পাড়ার ৩য় ও ৪র্থ শ্রেণিতে পড়ুয়া দুই শিক্ষার্থী রুনাদন পাড়া যাওয়ার পথে নৌকা ডুবে নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। 

এই বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, ‘থানচিতে নৌকা ডুবে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর শুনেছি। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।’ 

প্রসঙ্গত, গত শনিবার থেকে বান্দরবানে টানা বৃষ্টি হওয়ার কারণে জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীতে পানি বৃদ্ধি পেয়ে নিন্মাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বর্ণিল আয়োজনে পাহাড়ে বৈসাবি উৎসবের সূচনা

মাত্রাতিরিক্ত হরমোনে পাকানো আনারসে সয়লাব বাজার

কক্সবাজার সৈকতে পর্যটকদের ছবি তুলে হয়রানি, ১৭ ক্যামেরা জব্দ

হালদা ভ্যালিতে অভিযান, পানি টেনে নেওয়া পাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্ন

ঈদে বাড়িতে আসা চৌদ্দগ্রামের সেই মুক্তিযোদ্ধা কানুর বাড়িতে হামলা

ঈদে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই: পার্বত্য উপদেষ্টা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবি

স্বেচ্ছাসেবক দল নেতার চোখে টর্চের আলো, পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল যুবকের