Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

রায়পুরে ইউপি সদস্যের বিরুদ্ধে বৃদ্ধকে মারধর করে খালে ফেলে দেওয়ার অভিযোগ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রায়পুরে ইউপি সদস্যের বিরুদ্ধে বৃদ্ধকে মারধর করে খালে ফেলে দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুরে মো. আরিফুর রহমানের (৩৮) নামের এক ইউপি সদস্যের বিরুদ্ধে এক বৃদ্ধকে মারধর করে খালে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকালে উপজেলার কেরোয়া ইউনিয়নের দারোগাগো পুলের গোড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। আরিফুর রহমান ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।

ভুক্তভোগী বৃদ্ধ মো. বেল্লাল হোসেন পাটওয়ারীর (৭০) অভিযোগ, ইউপি সদস্য আরিফুর রহমানের দোকান থেকে মালামাল না কেনায় তাঁর সঙ্গে এই আচরণ করা হয়েছে। তবে ইউপি সদস্যের দাবি, আওয়ামী লীগের সমালোচনা করায় ওই বৃদ্ধকে চড়-থাপ্পড় দিয়েছেন তিনি।

বেল্লাল হোসেন পাটওয়ারী বলেন, কেরোয়া ইউনিয়নের জোড়পোল নামক স্থানে ইউপি সদস্য আরিফুর রহমানের রড, সিমেন্ট, ইট, বালু ও ফার্নিচারের ব্যবসা রয়েছে। ভাতিজার ভবন নির্মাণকাজের জন্য রড-সিমেন্ট কিনতে কয়েক দিন ধরে আরিফ মেম্বার তাঁকে চাপ দিচ্ছিলেন। তাঁর দোকান থেকে মালামাল না কেনায় তিনি মারধর করে রাস্তার পাশের খালে ফেলে দেন। তাতে তিনি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। আগেও তিনি অনেকের সঙ্গে এমন আচরণ করেছেন। নারী নির্যাতন ও ডাকাতির ঘটনায় গ্রেপ্তারও হয়েছিলেন। তিনি এর উপযুক্ত বিচার দাবি করেন।

তবে ইউপি সদস্য আরিফুর রহমান দাবি করেন, ‘গত সংসদ নির্বাচনে ওই বৃদ্ধকে ভোট দিতে যেতে বললেও তিনি যাননি। আজও আওয়ামী লীগ ও সরকারকে নিয়ে বেফাঁস কথাবার্তা বলায় তাঁকে চড়-থাপ্পড় দিয়েছি। এ সময় ধাক্কা খেয়ে তিনি খালে পড়ে গেছেন। দোকানে কেনাকাটার বিষয়টি সাজানো।’

এ বিষয়ে জানতে চাইলে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন ফারুক মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘কৃষকের লিখিত অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সাহরিতে খাবার গরম করতে চুলা জ্বালাতেই বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মায়ের মামলা

সম্পত্তির জন্য বৃদ্ধকে হাত-পা বেঁধে ১৩ দিন ধরে নির্যাতন স্ত্রী–সন্তানদের

আইনশৃঙ্খলার অবনতি আতঙ্কে জনসাধারণ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুই পক্ষের গোলাগুলি, যুবক নিহত

লক্ষ্মীপুরে ধর্ষণের শিকার কিশোরীকেই অপবাদ, হুমকির পর আত্মহত্যা

এবার মিয়ানমারে পাচার হলো পিকআপ-জিপ

প্রাথমিক শিক্ষাকে উন্নত করা গেলে সামাজিক বৈষম্য দূর হবে: উপদেষ্টা

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কুমিল্লায় হত্যা মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার