নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাংবাদিক মো. ফখরুল ইসলাম ভূঁঞার প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের ১১ ডিসেম্বর বিকেলে অকস্মাৎ হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২৪ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। এই তরুণ আজকের পত্রিকার অনলাইন বিভাগে কাজ করতেন। তিনি ‘ফাহির ফখরুল’ নামে পরিচিত ছিলেন।
ফাহির কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের মো. নজরুল ইসলাম ভূঁঞার ছেলে। প্রতিদিনের মতো গত বছরের ১১ ডিসেম্বর সকাল ৮টায় অফিসে এসেছিলেন ফাহির। স্বাভাবিক নিয়মেই দায়িত্ব পালন শেষে বেলা ৩টার পর মোহাম্মদপুরের বাসায় ফেরেন। এরপর অসুস্থ হয়ে জ্ঞান হারান। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।