হোম > সারা দেশ > চট্টগ্রাম

চৌদ্দগ্রামে নারী শ্রমিকের লাশ উদ্ধার, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার ১ 

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে পলি আক্তার (১৮) নামের এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গোলাপ মিয়া নামের এক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ঘোলপাশা ইউনিয়নে ঘটনাটি ঘটে। 

পলি আক্তার সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের মফিজ আলীর মেয়ে। গ্রেপ্তার গোলাপ মিয়া একই উপজেলার মৌউজ আলীর ছেলে। 

আজ বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা। পলির বাবা থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন। 

থানা সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা একতা ব্রিকসে কাজ করার সময় পলি আক্তার ও গোলাপ মিয়ার মধ্যে বাগ্‌বিতণ্ডা ও মারপিট হয়। একপর্যায়ে গোলাপ মিয়া পলি আক্তারকে অকথ্য ভাষায় কথা বলেন ও তাঁর ডান হাতের একটি আঙুল কামড়ে জখম করেন। 

থানা সূত্রে আরও জানা গেছে, বাগ্‌বিতণ্ডা ও মারপিটের অপমান সহ্য করতে না পেরে পলি আক্তার কিছুক্ষণ পরে ইটভাটার পাশে ঘরের ভেতর গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে থাকেন। আশ-পাশের অন্য শ্রমিকেরা দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলিকে মৃত ঘোষণা করেন। 
 
পলি আক্তারের বাবা মফিজ আলী বলেন, ‘গতকাল সন্ধ্যায় ইটভাটায় কাজ করার সময় আমার মেয়েকে গোলাপ মিয়া বিনা কারণে মারধর করে এবং কামড়ে একটি আঙুল জখম করেন। পলি আক্তার এই অপমান সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সিরাজুল মোস্তফা বলেন, ‘পলি আক্তারকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। তাঁর ডান হাতের আঙুলে একটি জখমের চিহ্ন রয়েছে।’ 

ওসি ত্রিনাথ সাহা বলেন, ‘মারপিট ও গালমন্দের জেরে অপমান সহ্য করতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে পলি আক্তার আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় পলির বাবা মফিজ আলী বাদী হয়ে থানায় একটি আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করলে গোলাপ মিয়াকে গ্রেপ্তার করে।’

লক্ষ্মীপুর পলিটেকনিকের শিক্ষক সোবহানকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

অবৈধ বালু উত্তোলনে ‘আইসিইউ’তে হালদা

চট্টগ্রামে কয়লাবিদ্যুৎকেন্দ্রের পাইপ লাইনে লিকেজ

বেগমগঞ্জে সড়কের পাশে পড়ে থাকা কার্টনে নবজাতকের মরদেহ

ধর্ষণের ঘটনা বিগত সরকারের অনৈতিক শাসনেরই ধারাবাহিকতা: চসিক মেয়র

চট্টগ্রাম নগরে পানিসংকট, গ্রাহকদের ওয়াসা অফিস ঘেরাও

জ্যোতি ও সৌরভ বিক্রি ৪৫ কোটি ৮৬ লাখ টাকায়

চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

রাজস্থলীতে প্রসবকালে শাবকসহ বন্য হাতির মৃত্যু

কর্ণফুলীতে শ্যালিকাকে ধর্ষণের চেষ্টা, যুবককে গণপিটুনির পর পুলিশে সোপর্দ