হোম > সারা দেশ > চট্টগ্রাম

লাভজনক বন্দর মাফিয়াদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে: জামায়াত নেতা শাহজাহান

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মতবিনিময় সভায় শাহজাহান চৌধুরী। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির শাহজাহান চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার জন্য বেসরকারি খাতে দেওয়ার ষড়যন্ত্র প্রতিহত করা হবে। গতকাল সোমবার দুপুরে নগরীর দেওয়ানবাজারের ইসলামিক একাডেমি (বিআইএ) কার্যালয়ের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘ ও শ্রমিক কল্যাণ ফেডারেশন এই মতবিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, ‘দেশের প্রধান সমুদ্রবন্দর ৫০ হাজার শ্রমিক-কর্মচারীর রুটি-রুজির স্থান। এই বন্দরের প্রাণস্পন্দন সিসিটি ও এনসিটি টার্মিনাল স্বার্থান্বেষী মহলের লোলুপ দৃষ্টিতে পড়েছে। আশাতীত সাফল্যের পরও আজ বিদেশি বিনিয়োগের কথা বলে এই বন্দরকে মাফিয়া ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। বন্দরের সব শ্রেণি-পেশার শ্রমিক-কর্মচারীদের নিয়ে সিসিটি ও এনসিটি প্রাইভেটাইজেশনে দেওয়ার ষড়যন্ত্র প্রতিহত করা হবে।’

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘অত্যাধুনিক কনটেইনার হ্যান্ডেলিং ইকুইপমেন্ট দ্বারা সুসজ্জিত ও সাফল্যের সঙ্গে পরিচালিত সিসিটি ও এনসিটি থেকে গত অর্থবছরে আয় হয়েছে ১ হাজার ৩৬৭ কোটি টাকা। কনটেইনার হ্যান্ডেলিংয়েও আগের সব রেকর্ড ভঙ্গ করে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।’

শ্রমিক কল্যাণ ফেডারেশনের নগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নগর নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী, কর্মপরিষদের সদস্য আবু হেনা মোস্তফা কামাল, সদরঘাট থানা আমির এম এ গফুর, বন্দর শ্রমিক-কর্মচারী কল্যাণ পরিষদের আহ্বায়ক মো. হেলাল উদ্দিন ও শ্রমিক কল্যাণ ফেডারেশন নগর সেক্রেটারি আবু তালেব।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ