কক্সবাজারের ‘শীর্ষ সন্ত্রাসী’ ৪৪ মামলার আসামি এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার ভোরে রামু উপজেলার রাজারকূলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছে থাকা অস্ত্র জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম জিয়াবুল হক জিয়া (৪০)। তিনি সদরের চৌফলদণ্ডী ইউনিয়নের মাজেরপাড়ার বাসিন্দা।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, জিয়ার বিরুদ্ধে হত্যা, অপহরণ, ডাকাতি, জমি দখলসহ বিভিন্ন অভিযোগে ৪৪টি মামলা রয়েছে। আজ তাঁকে গ্রেপ্তারের সময় একটি দেশীয় অস্ত্র ও গুলি জব্দ করা হয়।