হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণ, আটক ২ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পতেঙ্গায় প্রেমের ফাঁদে ফেলে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে র‍্যাব। আজ বুধবার নগরীর হালিশহর থানাধীন নাথপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

অভিযুক্ত দুই যুবক হলেন-নোয়াখালী জেলার সুবর্ণচর গ্রামের মো. ইব্রাহিম (২৬) ও একই জেলার বসুরহাট থানার চরকলমী এলাকার মো. সাকিব (২৩)।

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার আজকের পত্রিকাকে বলেন, ‘আড়াই মাস আগে ভুক্তভোগী পোশাক শ্রমিক ওই কিশোরীর সঙ্গে পরিচয় হয় সিএনজি অটোরিকশাচালক ইব্রাহিমের। একটি পর্যায়ে ইব্রাহিম ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দেন।

গত ২৫ জানুয়ারি বেড়ানোর কথা বলে কিশোরীকে পতেঙ্গা সৈকত এলাকায় নিয়ে যান ইব্রাহিম। পরে সেখানে একটি আবাসিক হোটেলে তাঁকে নিয়ে ওঠেন। এ সময় আগে থেকে হোটেলে থাকা ইব্রাহিমের সহযোগী সাকিবের সহযোগিতায় কিশোরীকে ধর্ষণ করা হয়।’ এ সময় ঘটনাটি কাউকে না বলার জন্য কিশোরীকে ভয়ভীতি দেখানো হয় বলে জানান তিনি।

মো. নুরুল আবছার আরও বলেন, ঘটনার বিষয়ে র‍্যাব-৭ কার্যালয়ে একটি অভিযোগ আসার পর র‍্যাব সদস্যরা অনুসন্ধান চালায়। পরে ঘটনার সঙ্গে জড়িতদের আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ