হোম > সারা দেশ > চাঁদপুর

বৃষ্টি হলেই লোডশেডিংয়ের ভোগান্তিতে ফরিদগঞ্জবাসী

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে বৃষ্টি হলেই পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে তীব্র যন্ত্রণা পোহাতে হচ্ছে উপজেলার বাসিন্দাদের। প্রচণ্ড খরতাপ, অন্যদিকে বিদ্যুতের নিয়মিত ঘনঘন আসা-যাওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন তাঁরা। শতভাগ বিদ্যুতায়নের আওতায় উপজেলাটির চাহিদা অনুযায়ী বিদ্যুতের ব্যবস্থাও রয়েছে। তবে ঝর-তুফানের কবলে পড়ে বিভিন্ন সময়ে লাইনের ক্ষয়ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। 

ফরিদগঞ্জ জোনাল অফিসের পক্ষ থেকে বলা হয়, বৃষ্টিতে বিদ্যুৎ সরবরাহ চালু থাকলে লাইন নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই বৃষ্টিপাতের শুরুতেই শুরু হয়েছে লোডশেডিং। 

অভিযোগ উঠেছে, চাঁদপুরের ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ফরিদগঞ্জ জোনাল অফিসের কর্মকর্তাদের উদাসীনতার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলায় বিদ্যুৎ নিয়ে চলছে নানান নাটকীয়তা। সামান্য বৃষ্টি নামলেই বিদ্যুৎ থাকে না। 

খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলায় বিদ্যুতের চাহিদা ২২ মেগাওয়াট। বরাদ্দ অনুযায়ী প্রায় ২২ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা দাবি করছেন, ফরিদগঞ্জে কোনো লোডশেডিং নেই। 

এ বিষয়ে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পল্লী বিদ্যুতের গ্রাহক তসলিম হোসেন বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় বৃষ্টি হয়েছে। আজ দুপুর ২টা বাজে, কিন্তু এখনো বিদ্যুতের দেখা মেলেনি। এখন আমাদের ফ্রিজে মাছ-মাংস যা আছে, সব নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। 

পৌর এলাকার শাহ আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বৃষ্টি দেখা দিলেই বিদ্যুতের ভেলকিবাজি আরম্ভ হয়। বৃষ্টি হলে বিদ্যুৎ থাকবে না এটা কোন নিয়ম আল্লাহ ভালো জানেন। আর পল্লী বিদ্যুতে ফোন দিলে শুধু ব্যস্ত কয়।’ 

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী মো. কামাল হোসেন বলেন, কালবৈশাখীর কারণে এই উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা পড়ে বিদ্যুতের লাইনের ক্ষয়ক্ষতি হয়েছে। এসবের কাজ করতে সময় লাগে। আর বিদ্যুৎ সরবরাহ লাইন ও গ্রিডে সমস্যা থাকলে সরবরাহ বন্ধ থাকে। বর্তমানে ফরিদগঞ্জে কোনো লোডশেডিং নেই। 

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ