হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে মাহফিলের কাজে যাওয়ার পথে বাসচাপায় মসজিদের ইমাম নিহত

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীতে মাহফিলের কাজে যাওয়ার পথে বাসচাপায় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মনির আহমদ আরশাদী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের মুন্সিরহাটে এই দুর্ঘটনা ঘটে। তিনি ফেনী সদর হাসপাতাল মোড় জামে মসজিদের খতিব ছিলেন। দুর্ঘটনায় চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

নিহত মাওলানা মনির আহমদ ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর শাহপাড়া গ্রামের ডা. ছালেহ আহমদের ছেলে।

মনির আহমদের ভাই মাওলানা মাহমুদুল হাসান বলেন, ‘আমার ভাই সকালে মাহফিলের কাজে বাড়ি থেকে ফেনী রওনা হন। পথে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।’

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২৫ নভেম্বর জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদের উদ্যোগে ফেনী একাডেমির বিরিঞ্চি শাপলা চত্বরে সিরাতুন্নবী (সা.) মাহফিলের আয়োজন করা হয়। সেই মাহফিলের কাজে তিনি বাড়ি থেকে ফেনী আসার পথে ফুলগাজীর মুন্সিরহাট নামক স্থানে তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাকে একটি বাস চাপা দেয়। তাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় চালকসহ আরও তিন ব্যক্তি আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। নিহত মনির আহমেদ আরশাদীর লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম আজকের পত্রিকাকে বলেন, মুন্সিরহাটে সড়ক দুর্ঘটনায় একজন ইমামের মৃত্যুর খবর তিনি পেয়েছেন।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ