হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে বাম গণতান্ত্রিক জোটের মশাল মিছিলে হামলা

ফেনী প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে দেশব্যাপী আজ বৃহস্পতিবার আধাবেলা (সকাল ৬টা থেকে বেলা ২টা) হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। হরতালের সমর্থনে গতকাল বুধবার রাত ৮টায় ফেনীতে মিছিল বের করেন নেতা-কর্মীরা। মিছিলে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। ছাত্রলীগ এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট।

আহতরা হলেন ফেনী জেলা বাসদের সমন্বয়ক জসিম উদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ফেনীর আহ্বায়ক নয়ন পাশা, মার্কসবাদী নেত্রী রাইহান এ কমুসহ আরও অনেকে। 

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ফেনীর সাধারণ সম্পাদক মোবারক হোসেন জামসেদ বলেন, ‘আমরা মিছিল নিয়ে ট্রাংক রোড প্রদক্ষিণ করে প্রেসক্লাব হয়ে বড় মসজিদ এলাকায় পৌঁছালে ছাত্রলীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা শুরু করে। আমাদের হাতে থাকা মশাল কেড়ে নিয়ে তারা সেগুলো দিয়ে আঘাত করেছে।’

বাসদ ফেনী জেলা সমন্বয়ক জসিম উদ্দিন বলেন, ‘আমরা ভেবেছিলাম তফসিল ঘোষণার পর পুলিশ অন্তত নিরপেক্ষ থাকবে। কিন্তু আজও পুলিশের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাদের ওপর এভাবে অতর্কিত হামলা করেছে।’

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ বলেন, তাঁদের বিরুদ্ধে আনা হামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ঘটনাস্থলে ছাত্রলীগের কোনো নেতা-কর্মী উপস্থিত ছিলেন না বলে দাবি করেন তিনি। 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিরাপত্তা দিয়ে তাদের উদ্ধার করেছে। পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন