Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ড

ভারপ্রাপ্ত দিয়ে চলছে ১১ স্কুল-মাদ্রাসা

১০টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসায় দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য।

এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে।

সবুজ শর্মা শাকিল, সীতাকুণ্ড (চট্টগ্রাম) 

ভারপ্রাপ্ত দিয়ে চলছে ১১ স্কুল-মাদ্রাসা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতা নেই। এতে সঠিক নির্দেশনার অভাবে পিছিয়ে পড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণে এসব প্রতিষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে চিঠি পাঠানো হলেও তা নিরসনে ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্যানুযায়ী, যেসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই সেগুলো হলো লতিফপুর আলহাজ্ব আব্দুল জলীল উচ্চবিদ্যালয়, হযরত খাজা কালুশাহ (রা.) বালিকা বিদ্যালয়, ভাটিয়ারী হাজ্বী তোবারক আলী উচ্চবিদ্যালয়, মোহাম্মদ আবুল কাশেম রাজা উচ্চবিদ্যালয়, সবুজ শিক্ষায়তন উচ্চবিদ্যালয়, কুমিরা আবাসিক উচ্চবিদ্যালয়, আর আর টেক্সটাইল মিলস উচ্চবিদ্যালয়, মাহমুদাবাদ উচ্চবিদ্যালয়, পন্থীছিলা উচ্চবিদ্যালয়, মাদ্রাসা-এ মোহাম্মদিয়া আহম্মদিয়া সুন্নিয়া ও লালানগর ইসলামী দাখিল মাদ্রাসা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সীতাকুণ্ডে ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসায় দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। একই সঙ্গে ১০টি প্রতিষ্ঠানে নেই সহকারী প্রধান শিক্ষকও। ফলে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পরিবর্তে বিদ্যালয় পরিচালনা পর্ষদের পছন্দের যেকোনো একজন জ্যেষ্ঠ শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছেন। শুধু তা-ই নয়, এসব প্রধান শিক্ষকের বেশির ভাগই পরিচালনা পরিষদের কথামতো কাজ চালানোয় সেখানে নতুন প্রধান শিক্ষক নিয়োগে আগ্রহ নেই তাঁদের। ফলে বিদ্যালয়গুলো প্রাতিষ্ঠানিক প্রধানের সুযোগ্য পরিচালনার অভাবে ধুঁকছে।

সীতাকুণ্ড উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা আলম সরকার বলেন, প্রধান শিক্ষকশূন্য উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত দিয়ে চলছে।

২০ বছরেও চাকরি স্থায়ী হয়নি ১১৬ জনের

পাহাড়ে জলকেলিতে মাতল মারমারা

চট্টগ্রামে বাসে আটকে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, চালক ও হেলপার গ্রেপ্তার

হামলা মামলায় চট্টগ্রামে কৃষক লীগের সভাপতি গ্রেপ্তার

আরাকান আর্মির হাতে আটক ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি

শিশু আদিবা হত্যা: রিকশাচালক গ্রেপ্তারের পর সাবেক ইউপি সদস্য উধাও

চট্টগ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার মামলায় স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড

মেরিন ড্রাইভে পড়ে আছে হ্যান্ড গ্রেনেড

কুয়েটের শিক্ষার্থী বহিষ্কারের ঘটনার প্রতিবাদে কুবিতে মানববন্ধন

মতলব উত্তরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, তরুণ নিহত