পানছড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস 

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২০: ১০

খাগড়াছড়ি জেলার সীমান্ত শহর পানছড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আজ সোমবার দুপুরে ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল মফিজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এসব ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদক পাচারকারীরা নিজেদের মধ্যে নেটওয়ার্ক গড়ে সীমান্ত দিয়ে মাদকদ্রব্যগুলো দেশে এনেছে। ২০২১ সালের ২১ নভেম্বর থেকে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত পথে অবৈধভাবে আসা এসব ভারতীয় গাঁজা ১ কেজি, ভারতীয় মদ ৩৩৪ বোতল, ভারতীয় বিয়ার ক্যান ২৩১ বোতল এবং সিগারেট ৬ কার্টন জব্দ করা হয়। এসব মাদকদ্রব্য ৩ বিজিবি গেটের পাশে আজ ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকের বাজার মূল্য ৫ লাখ ৯৭ হাজার ৭৫০ টাকা।

লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া, বলেন পানছড়িকে মাদকমুক্ত করে সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে সার্কেল মাটিরাঙ্গা সহকারী পুলিশ সুপার মো. আবু জাফর সালেহ, সহকারী কমিশনার (ভূমি) খাগড়াছড়ি আব্দুল খালেক পাটোয়ারী, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন, জেলা মাদক ও তথ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খাগড়াছড়ির পরিদর্শক এ কে এম দিদারুল উপস্থিত ছিলেন।

ঘনকুয়াশায় লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে বন্ধের ৭ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

লাইটার জাহাজে পণ্য পরিবহন: সিরিয়াল সিস্টেমে বছরে ১২০০ কোটি চাঁদাবাজি

টাকার জন্য ইউপি সদস্য আরিফকে অপহরণ করে হত্যা: পিবিআই

লক্ষ্মীপুরের জনেশ্বরদিঘিতে পরিযায়ী পাখির বিচরণ