খাগড়াছড়ি জেলার সীমান্ত শহর পানছড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আজ সোমবার দুপুরে ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল মফিজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এসব ধ্বংস করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদক পাচারকারীরা নিজেদের মধ্যে নেটওয়ার্ক গড়ে সীমান্ত দিয়ে মাদকদ্রব্যগুলো দেশে এনেছে। ২০২১ সালের ২১ নভেম্বর থেকে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত পথে অবৈধভাবে আসা এসব ভারতীয় গাঁজা ১ কেজি, ভারতীয় মদ ৩৩৪ বোতল, ভারতীয় বিয়ার ক্যান ২৩১ বোতল এবং সিগারেট ৬ কার্টন জব্দ করা হয়। এসব মাদকদ্রব্য ৩ বিজিবি গেটের পাশে আজ ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকের বাজার মূল্য ৫ লাখ ৯৭ হাজার ৭৫০ টাকা।
লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া, বলেন পানছড়িকে মাদকমুক্ত করে সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।