চট্টগ্রামের সন্দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগর থেকে ১১ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় স্থানীয় জেলেদের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।
জানা যায়, উদ্ধার হওয়া জেলেরা ৩ দিন আগে মাছ ধরতে ভোলা থেকে বঙ্গোপসাগরে আসে। বৈরী আবহাওয়ার কারণে উত্তাল ঢেউয়ে মঙ্গলবার সন্ধ্যা সাতটায় তাদের মাছ ধরার বোটটি ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ড সারিকাইত কন্টিনজেন্ট সাগরে থাকা জেলেদের সহযোগিতায় তাদের উদ্ধার করে।
কোস্টগার্ডের সারিকাইত কন্টিনজেন্ট কমান্ডার সাজু আহমদ বলেন, সন্দ্বীপের দক্ষিণে জেলেদের মাছ ধরার একটি নৌকা ডুবে গেছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করে ১১ জেলেকে উদ্ধার করতে সক্ষম হই। তাঁরা ৩ দিন আগে মাছ ধরতে সাগরে নেমেছিল। উদ্ধার হওয়া জেলেরা সবাই ভোলার জেলার মনপুরার বাসিন্দা।